ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
সাতক্ষীরা নিষিদ্ধ  আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক,  সাবেক নারী সংসদ লায়লা পারভীন সেঁজুতি আটক

সাতক্ষীরা নিষিদ্ধ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সাবেক নারী সংসদ লায়লা পারভীন সেঁজুতি আটক

 

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ ও দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি আটক হয়েছে ।
 
 মঙ্গলবার (২০ মে) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একই সাথে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
 
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।
 
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন