
সাজেদা চৌধুরী রাজনৈতিক অঙ্গনের এক সাহসী নেতা : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদের সব শেষ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশ রাজনৈতিক অঙ্গনের এক সাহসী নেতাকে হারিয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন বলেন, রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের এগিয়ে নেওয়ার পেছনে তার ভূমিকা অপরিসীম। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি। তিনি যখন থেকে রাজনীতি শুরু করেছেন তখন থেকে নারীদের রাজনীতিতে এগিয়ে নেওয়ার সংগ্রাম করে গেছেন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার যে অবদান তা অনস্বীকার্য। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন