ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
সাইফকে ছুরিকাঘাত: হরিণ হত্যায় সালমানের সঙ্গে থাকার মাসুলই কি দিতে হলো নবাবকে

সাইফকে ছুরিকাঘাত: হরিণ হত্যায় সালমানের সঙ্গে থাকার মাসুলই কি দিতে হলো নবাবকে

বিনোদন ডেস্ক

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউডের নবাব সাইফ আলি খান। দুষ্কৃতিকারীদের এলোপাথাড়ি ছুরির আঘাতে গুরুতর জখম এই নায়ক। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি।

এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলেও এই হামলা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যদিও প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশ্যেই সাইফের ওপর হামলা করে দুষ্কৃতিকারীরা।

এদিকে সাইফের ওপর এই হামলার ঘটনায় উস্কে উঠছে নানা জল্পনা। বলা বাহুল্য, বি-টাউন তথা সমগ্র মুম্বাইতেই তারকামহলে নেমে এসেছে এক মহাআতঙ্ক! বিশেষ করে কয়েক বছর ধরে সালমান খানের ওপর বিশ্নোই গ্যাংয়ের হুমকি, তার ঘনিষ্ঠ বাবা সিদ্দিককে হত্যা গেল বছরজুড়ে বেশ চর্চিত বিষয় ছিল। এরই মধ্যে সাইফকে মারাত্মক ছুরিকাঘাতের ঘটনাও নতুন করে বহু প্রশ্ন সৃষ্টি করছে।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠার পর থেকেই বিশ্নোই গ্যাংদের বাজে নজরে পড়ে যান সালমান খান। অভিযোগ ওঠে, সালমান দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করে। আর সেদিন নাকি সালমানের সঙ্গে হাজির ছিলেন সোনালি বেন্দ্রে, তব্বু ও সাইফ আলি খান।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই সালমানকে ক্ষমা চাইতে বলে সেই বিশ্নোই গ্যাং। কিন্তু সালমান তা করেননি। ফলে সময় যত গেছে, ক্ষোভ ততই বেড়েছে বিশ্নোইদের। এর ফলে গত বছর থেকে নতুন হুমকি পেতে থাকেন বলিউডের ভাইজান। এমনকি সালমান ঘনিষ্ঠদেরও নিস্তার নেই বলে হুমকি দেয় বিশ্নোইরা; সেক্ষেত্রে সাইফের ওপর বিশ্নোইরা হামলা করতে পারে বলেও প্রশ্ন উঠছে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনেও সাইফের এই হামলার পেছনে বিশ্নোইদের সম্পর্ক থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, লরেন্স বিশ্নোই গ্যাং হলো এমন একটি গ্যাং, যাদের কাজ বলিউড তারকাদের হেনস্তা করা, জিম্মি করা। এছাড়াও সালমানের কৃষ্ণসার হরিণ হত্যার প্রসঙ্গে টেনে উল্লেখ করা হয়, সেখানে সালমানের সঙ্গে সাইফও ছিলেন, আর বিশ্নোইরা সালমানের ঘনিষ্ঠদেরও ছাড়বেনা বলে হুমকি দেয়। হয়তোবা বিশ্নোইরাও সাইফকে তাদের নিশানায় ফেলেছে।

জানা গেছে, সাইফকে হামলার ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছে। আবার এই হামলার ঘটনায় এখনও কোনো দল দায় স্বীকার করেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন