ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
সাংবাদিক শেখ জামালকে গ্রেফতার করায় ডিইউজের উদ্বেগ

সাংবাদিক শেখ জামালকে গ্রেফতার করায় ডিইউজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক শেখ জামালকে নিজ বাসা থেকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪) এক বিবৃতিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, শেখ জামাল একজন পেশাদার সাংবাদিক। বিভিন্ন সময়ে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য হিসেবে সাংবাদিকদের স্বার্থে সক্রিয় ভ‚মিকাও পালন করেছেন তিনি।

বুধবার রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। যেটি অমানবিক এবং উদ্বেগজনক।

বিবৃতিতে অবিলম্বে শেখ জামালের মুক্তি দাবি করে বলা হয়, অব্যাহতভাবে সাংবাদিকদের গ্রেফতার করা হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে হুমকির মুখে পড়বে মত প্রকাশের স্বাধীনতাও।

বিবৃতিতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শেখ জামালের প্রতি কোনো ধরণের মানসিক বা শারীরিক পীড়ন না করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানানো হয়। সেইসঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানানো হয় ডিইউজে নির্বাহী পরিষদের পক্ষ থেকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন