সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ।
আটকরা হলেন- এমভি ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালক।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে আটকদের নাম জানাননি তিনি। তিনি বলেন, তাদেরকে আটকের পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার পর বিস্তারিত জানানো হবে।
রাজধানীর সদরঘাটে পন্টুনে বেঁধে রাখা লঞ্চে আরেক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে নিচে পড়ে ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন একই পরিবারের।
একই পরিবারের তিনজন হলেন- মাইশা (৩), মুক্তা (২৩) ও মো. বেল্লাল (২৬)। মুক্তা ও বেল্লাল স্বামী-স্ত্রী। মাইশা তাদের তিন বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি পিরোজপুরে।
নিহত বাকি দুজন হলেন-রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীর ভাটারা থানা এলাকায় থাকতেন। এছাড়া রবিউলের বাড়ি ঠাকুরগাঁও।