ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
শ্রীপুরের বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীপুরের বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত এডহক কমিটির সভাপতি জিয়াউল হক ফরিদসহ অন্য সদস্যদের সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির হল রুমে নব নির্বাচিত কমিটির ৪ জনকে এ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ফরিদ বরিশাট গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রাজ্জাক মোল্যা দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক।

এরপর মাদ্রাসাটির অধ্যক্ষ ও নব গঠিত কমিটির সদস্য সচিব নুরুদ্দীন মৃধার সভাপতিত্বে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ জিয়াউল হক ফরিদ, শিক্ষক প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, অভিভাবক সদস্য এনামুল শেখ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সমাজসেবক কাজী মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এনায়েত মোল্য, শ্রীকোল ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর হাসিবুর রহমান রিপন, বরিশাট পূর্বপাড়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকিদুল ইসলাম, মাগুরা জেলা কৃষকদলের সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন