ডার্ক মোড
Thursday, 27 February 2025
ePaper   
Logo
পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতীকী ফাঁসি কার্যকর

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতীকী ফাঁসি কার্যকর

পিরোজপুর প্রতিনিধি

দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে পিরোজপুরের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী প্রতিবাদী প্লেকার্ড নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিক্ষার্থীরা টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে স্নিগ্ধ ও আনিকা। এ সময় তারা বলে, দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হয়না। যার প্রেক্ষিতে তারা এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার। তারা দাবি করেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে তার পদত্যাগ করা উচিৎ।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। এজন্যই ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করে। পরে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফাঁসির মঞ্চ সাজিয়ে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন