ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
শেরপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার

শেরপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার

খোরশেদ আলম, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর মানিক মিয়া উপজেলা সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে মানিক মিয়া উপজেলা সদর বাজারে উপজেলা (ভুমি) অফিস সংলগ্ন মানসিক ভারসাম্যহীন কিশোরী (১৬) এর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে সটকে পরে।

লোভে পরে পরদিন মঙ্গলবার বিকালে মানিক মিয়া আবারো এসে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণের পর প্রতিবেশিদের নজরে পরলে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাতা ও পিতাহীন ওই কিশোরী একাই ওই ঘরে বসবাস করতো। পরে এব্যাপারে ওই কিশোরীর বড় ভাই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামি মানিক মিয়াকে আদালতে সোপর্দ্দ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন