![ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের প্রতিবাদে ফেনীতে মত বিনিময় সভা](http://dailycountrytodaybd.com/public/default-image/default-730x400.png )
ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের প্রতিবাদে ফেনীতে মত বিনিময় সভা
ফেনী প্রতিনিধি
মঙ্গলবার ফেনীতে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধের প্রতিবাদে এক মতবিনিময় সভা ফেনীর মুক্ত বাজারে অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠন প্রগতিশীল নাগরিক পরিষদ ফেনীর আহবায়ক ও বাংলাদেশ ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ভাসানী অনুসারী পরিষদ ফেনীর সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফেনী বারের সিনিয়র আইনজীবী এডভোকেট সমির চন্দ্র কর। উক্ত সভায় ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় এবং একটি গণতান্ত্রিক সমাজ কায়েমের লক্ষ্যে বিভিন্ন মতামত দিয়ে বক্তব্য রাখেন জেএস ডি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চু, ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহ্বায়ক নাসিরুদ্দিন ভূঁইয়া সবুজ, মশিউর রহমান মিলন, এডভোকেট মোহাম্মদ ইলিয়াস, আকরামুজ্জামান পাটোয়ারী লিটন,শ্রমিকনেতা মোঃ ইয়াহিয়া খান সহ স্থানীয় বিভিন্ন শ্রমজীবী এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন ২৪ সালে জুলাই বিপ্লবে ছাত্রদের যে অবদান, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সমাজবিনির্মাণ করতে হবে, জুলাই আগস্ট কে আমরা ধারণ করতে না পারলে, ছাত্রদের চেতনা এবং চিন্তাকে ধারণ করতে না পারলে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবীতে বারবার এ ধরনের আন্দোলন সংগ্রাম আসবে না, জুলাই আন্দোলন একটি বিপ্লব এবং মানুষের মুক্তির মাইলফলক, জুলাই বিপ্লবকে ধারণ করে তিনি সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।