
শুদ্ধাচার পুরস্কার পেলেন তুলা উন্নয়ন কর্মকর্তা সালাহউদ্দিন
নকলা প্রতিনিধি
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের আওতায় মাঠ পর্যায়ের তরুণ তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিন-কে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করা হয়েছে।
এউপলক্ষে তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনাল কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ ড. খালেদা ইয়াছমীন-এঁর সভাপতিত্বে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিন-এর হাতে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ আর্থিক উপহারের চেক তুলেদেন। জনসেবা প্রদান ও কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয় বলে জানা গেছে। এসময় তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনাল কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য মতে, ১৮টি গুণাবলির ভিত্তিতে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। গুণাবলি গুলো হলো- কর্মচারীর পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন স্থাপন করা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবণতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা।
শুদ্ধাচার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে একজন কর্মকর্তা বা কর্মচারীকে উল্লিখিত সূচকের ১০০ নম্বরের মধ্যে অবশ্যই ৮০ নম্বর পেতে হয়। তা না পেলে ওই কর্মকর্তা বা কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পাওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন না। আর বিবেচিত কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া কর্মচারী শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।
২০১৭ সালের ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম জিয়াউল আলম স্বাক্ষরিত ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ সংক্রান্ত গেজেট জারি করা হয়। ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়।
প্রকাশিত গেজেট অনুযায়ী বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের মাঠ পর্যায়ের তরুণ তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিন-কে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিক ভাবে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ আর্থিক উপহারের চেক তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিন ২০১৫ সাল থেকে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডে যোগদান করেন। এরপর থেকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে নিষ্ঠার সহিত পালন করে আসছেন তিনি। কৃষিবিদ সালাহউদ্দিন বর্তমানে তুলা উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকরণীয় হিসেবে সবার কাছে সমাদৃত।