ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

বিনোদন ডেস্ক

পাহাড়ে শুটিংয়ের মাঝে প্রায়ই উধাও হয়ে যেতেন অভিনেত্রী মধুমিতা সরকার। প্রেম করতে যেতেন তিনি! কে এই প্রেমিক? কোথায় উধাও হয়ে যেতেন অভিনেত্রী? নিজ মুখেই জানালেন সে কথা।

মুক্তির ৭৫ দিন পেরিয়ে গেছে বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার অভিনীত সিনেমা 'সূর্য' । এখনও দর্শকদের মনে জায়গা হারায়নি এই ছবি।

তাই ছবির সাফল্য উপলক্ষে বুধবার আয়োজিত হয় ৭৫ দিনের ‘সাকসেস পার্টি’। যেখানে ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক এবং বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। ডিভোর্সি, একা থাকি বলে হেনস্তা করা যাবে? প্রশ্ন মধুমিতার

‘সূর্য’ ছবির শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। বেশিরভাগ সময়টা পাহাড়েই থাকতে হয়েছে শিল্পী এবং কলাকুশলীদের। এদিনই পরিচালক শিলাদিত্য মৌলিক জানান, শুটিং শেষ হলেই পাহাড় থেকে ‘বেপাত্তা’হয়ে যেতেন মধুমিতা। নায়িকাকে আর খুঁজেই পাওয়া যেত না।

এমনিতেও শুটিং না থাকলে একা পাহাড়ে ঘুরতে চলে যান মধুমিতা। তবে এই শুটিংয়ের মাঝে কোথায় উধাও হয়ে যেতেন তিনি? উত্তর দিলেন স্বয়ং অভিনেত্রী।

মধুমিতা বলেন, ‘আমি প্রেম করতে যেতাম আমার ভগবানের সঙ্গে।’ অভিনেত্রীর কথায় সায় দিয়ে শিলাদিত্য জানান, হ্যাঁ, সুযোগ পেলেই মধুমিতা উধাও হয়ে যেতেন। মন্দিরে চলে যেতেন তিনি। হঠাৎ করে শাড়ি পরে পুজা দিয়ে ফের ফ্লোরে হাজির হতেন অভিনেত্রী।

আসলে ভগবানে বিশ্বাস করেন মধুমিতা। তাই যে কোনও সময়ে সুযোগ পেলেই চলে যান বিভিন্ন মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, মাথায় তিলক পরে শহরের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। শুধু অবসর নয়, শুটিংয়ের মাঝেও আশেপাশের মন্দিরে চলে যেতেন মধুমিতা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন