ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজশাহী মেয়রের পায়রা বন্দর পরিদর্শন

শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজশাহী মেয়রের পায়রা বন্দর পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বন্দর ব্যবহারকারী আমদানিকারক এবং শীর্ষ ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ পায়রা বন্দর পরিদর্শন করেছেন।

পায়রা বন্দর ব্যবহার করে দেশের উত্তরাঞ্চলের সাথে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার তিনি সেখানে যান।

সকাল ১১ টায় পায়রা বন্দর কতৃপক্ষ এবং রাজশাহীর সিটি মেয়রের সাথে বন্দরের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বন্দরের পক্ষ থেকে মেয়র ও তার সঙ্গে থাকা ব্যবসায়ী প্রতিনিধি দলকে পায়রা বন্দরের উপর বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সে সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এবং মেরিন) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় দেশের ব্যাবসায়ী নেতৃবৃন্দ পায়রা বন্দরের সম্ভাবনাময় সেক্টরসমূহে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং পায়রা বন্দরের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও পায়রা বন্দরের সাথে রাজশাহীর সুলতানগঞ্জ রিভার পোর্টের সাথে নদীপথে কানেক্টিভিটির উন্নয়ন ও পণ্য পরিবহন বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা হয়। সভা শেষে মেয়রসহ প্রতিনিধি দলটি পায়রা বন্দরের প্রথম টার্মিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং বন্দরের উন্নয়নের প্রশংসা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন