ডার্ক মোড
Saturday, 15 March 2025
ePaper   
Logo
শিবগঞ্জে নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

শিবগঞ্জে নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। এতে করে আগামী নির্বাচন ব্যাহত হবে এবং গ্রাহকগণ সেবার ক্ষেত্রে ভোগান্তিতে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আব্দুস সোবহান, সফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শামিম প্রামাণিক, উত্তম কুমার, আসাদুল হক, তারাজুল ইসলাম, আবু লায়েছ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন