ডার্ক মোড
Saturday, 05 October 2024
ePaper   
Logo
লেবাননের রাজধানীতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

লেবাননের রাজধানীতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গোটা এলাকা প্রচণ্ড বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে। সর্বশেষ এই হামলার লক্ষ্যবস্তু কে ছিল, বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পর পর দশটিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বৈরুতের দক্ষিণ শহরতলীতে এটা ছিল সবচেয়ে ভয়ানক আক্রমণগুলোর অন্যতম।

বৈরুতে এবং শহরের বাইরে সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান, যার ফলে দালান-কোঠা কেঁপে ওঠে।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন।

সূত্র : ভয়েজ অব আমেরিকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন