ডার্ক মোড
Saturday, 26 October 2024
ePaper   
Logo
লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও এক ডাকাত ধরলো সেনাবাহিনী

লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও এক ডাকাত ধরলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহত হন। এ ঘটনায় আরও এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ডাকাতের নাম মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে ভিন্ডি কামাল (৩৫)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে ভিন্ডি কামালকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে।

আইএসপিআর আরও জানায়, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যা এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে তিন জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার কামাল উদ্দিনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন