
লিবিয়া থেকে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার ত্রিপলির ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ত্রিপলির বাংলাদেশ মিশন।
মিশন জানায়, ২৭ নভেম্বর ত্রিপলির ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে ১৪৩ জনকে আইওএমের সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) ২৮ নভেম্বর সকাল ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া আগামী ২৯ নভেম্বর এবং আগামী ৫ ডিসেম্বর দুইটি ফ্লাইটে যথাক্রমে ত্রিপলি এবং বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আরও ৩২০ বাংলাদেশিকে দেশে পাঠানো হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন