
লালমোহনে মারা গেল অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে শরীরের বিভিন্নস্থানে পচে যাওয়া অজ্ঞাতনামা প্রায় ৬০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে পৌরশহরের হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের সামনে মারা যান ওই নারী।
এসময় মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দেখতে ভিড় করে উৎসুক জনতা।
স্থানীয় হারুন নামের এক ব্যক্তি জানান, গত ৪-৫ দিন ধরে হাসপাতাল রোড এলাকায় ঘুরছিল এই মহিলা। তার হাত এবং মাথার বিভিন্নস্থান ক্ষতের কারণে পচে গেছে। যেখানে বাসা বেঁধেছে পোকা। মহিলার এ অবস্থা দেখে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খানের কাছে তাকে চিকিৎসার জন্য নেই। তবে তার শরীরে এতটাই পচন ধরেছে যার চিকিৎসা লালমোহন হাসপাতালে নেই বলে জানান ওই ডাক্তার।
পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীন বলেন, খবর পেয়ে আমরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।
পুলিশ লাশ পৌরসভার কাছে হস্তান্তর করলে আমরা মৃত ওই নারীকে দাফনের ব্যবস্থা করবো।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, যেহেতু মৃত ভারসাম্যহীন ওই নারীর পরিচয় পাওয়া যায়নি, সেজন্য পরিচয় শনাক্তের জন্য লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।