ডার্ক মোড
Wednesday, 15 May 2024
ePaper   
Logo
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ শ্যামলের

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ শ্যামলের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ করেছেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে ইউ-পি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান লালমনিরহাট-৩ (সদর) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুণ্য হয়।

সেই শুণ্য পদে আগামী ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিতে আদালতের অনুমতি নিয়ে মনোনয়ন পত্র গত ১৯ মার্চ জমা দেয় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন পত্র জমা দেয়ায় তার মনোনয়ন পত্র ২১ মার্চ সকালে বাতিল হয়। পরে ওই দিনেই তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক শ্যামল ছাড়া আরো ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক ভোলা পাটোয়ারী, ব্যবসায়ী মমতাজ আলী শান্ত ও সাবেক এম পি সফুরা বেগম রুমী।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন