ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
লাকসামে বিদ‍্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজন নিহত

লাকসামে বিদ‍্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজন নিহত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে পৃথক দুটিস্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ মাহি'র খালু গোলাপ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে পরিবারের অন্যান্য সদস‍্যরা যখন ঘরে নাস্তা খাচ্ছিলেন, এ সময় মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে মাহিকে স্পর্শ করলে সেও বিদ‍্যুৎস্পষ্ট হয়ে চিৎকার দিলে ঘরে থাকা লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহিকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সামছুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে ব‍্যাটারিচালিত অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে সামছু সবার বড়। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বিদ‍্যুৎস্পৃষ্টে দুইজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. সাহাব উদ্দিন খান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন