
লক্ষ্মীপুরে দিনব্যাপী তৃনমূল পর্যায়ে অর্থনেতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারীদের নিয়ে কর্মশালা
লক্ষ্মীপুর প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের নিয়ে উদ্ধুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, প্রশিক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন রিপন প্রমূখ।
কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন গৃহিত প্রদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
পরে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে ৩৮ জন নারীর মাঝে ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।