ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে একজন খুন, চারজন আহত, আটক তিন

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে একজন খুন, চারজন আহত, আটক তিন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন কৃষক মো: হোসেন আহাম্মেদ (৬০)।

এসময় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় প্রতিপক্ষের তিনজনকে আটক করেছেে পুলিশ। আটকরা হলেন জাহানারা বেগম, আব্দুর রহিম ও মেহেদি হাসান বাবুল। নিহত হোসেন আহাম্দে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। সংঘর্ষে আহত হন আমির হোসেন (৫০), তার ছেলে আকরাম হোসেন (১৯), নাজমুল ইসলাম (১৫), মনির আহমেদের ছেলে কামরুল হোসেন (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার উত্তর রমাপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের পরিবারের সঙ্গে একই এলাকার ইউনুস মাস্টারের পরিবারদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। (০৪ আগষ্ঠ) বৃহস্পতিবার সকালে ইউনুসের ছেলে সাইফুর রহমান দুলাল, সাইদুর রহমান মিলন ও লিটন ভাড়াটে লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করতে যান। এতে বাধা দিলে তারা সাত্তারের মেয়ে জামাই হোসেন আহমেদসহ আহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনার পথে হোসেন আহমেদ মারা যান। আহত আমির, আকরাম, নাজমুল ও কামরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

অপরদদিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম মোহাম্মদ আফজাল বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আহতদের হাত-পা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। তাদের এখানে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাদের কে ঢাকায় রেফার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন