রাজাপুরে আবুল বাশার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে নির্মাণশ্রমিক আবুল বাশার হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
বুধবার (৫ফেরুয়ারি) সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত আবুল বাশারের পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আবুল বাশারের স্ত্রী আসমা বেগম, মা মনোয়ারা বেগম এবং তার স্কুল পড়ুয়া ছেলে আমিনুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় আবুল বাশারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তারা হত্যা কান্ডের মূল হোতা নাজমুল হাসানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।
গত রোববার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় নির্মাণশ্রমিক আবুল বাশারকে কুপিয়ে হত্যা করা হয়।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, হত্যার ঘটনায় প্রধান আসামি নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।