
রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রূপপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) এবং রূপপুর নতুনপাড়ার হায়দার আলীর ছেলে আব্দুস সালাম (৪৩)।
দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন।
এ ঘটনায় বুধবার মামলা করেন কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।