ডার্ক মোড
Saturday, 26 October 2024
ePaper   
Logo
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

দোহার (ঢাকা) প্রতিনিধি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে লায়ন্স ক্লাব অফ রোজ উদ্যোগে প্রায় ১ হাজার গ্রামবাসীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জানা গেছে, ও লায়ন্স ক্লাব অফ রোজ’র কাউন্সিল চেয়ারপার্সন লায়ন্স ফারজানা বখসের উদ্যোগে লায়ন্স ক্লাব অফ রোজ ঢাকা বিভাগ ৩১৫-এ১ এর আয়োজনে লায়ন্স আই এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসকরা দিনব্যাপী মানুষের মাঝে এ চিকিৎসাসেবা প্রদান করেন।

সেবা নিতে আসা বেশির ভাগ মানুষই ছিল বয়স্ক। চোখে কম দেখা, চোখের ছানি পড়া, চোখে পানি পড়াসহ চোখের বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ অপারেশন রোগীদের ফ্রি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেন চিকিৎসকরা।

শনিবার জয়পাড়া সরকারি পাইলট বিদ্যালয় মাঠ প্রঙ্গনে সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ চক্ষুসেবা কার্যক্রম। পাশাপাশি মাঠ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অফ রোজ’র পরিচিত সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ রোজ’র কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারজানা বখস।

এ সময়ে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক তার বক্তব্যে বলেন, চোখ মানবদেহের সবচেয়ে অমূল্য সম্পদ। দোহার-নবাবগঞ্জে নানা অবহেলায় ও অজ্ঞতার কারণে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে যায়। তাই আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য এ চক্ষু চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালীন সময়ে মানবসেবার ধারাবাহিকতা বজায় ছিল। তবে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে আমার এ সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। মামলা-হামলায় আমাকে জর্জরিত করা হয়েছে। বাবা-মায়ের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে এখন আবার সময় এসেছে সেই মানবসেবা শুরু করার। এ লক্ষ্যে ঢাকা-১ আসন ও দোহার-নবাবগঞ্জ উপজেলার তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করে আবারও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমাদের সেবামূলক ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে। আগামীতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, কর্ণ ও নাসিকা ছেদন এবং খতনা সেবা প্রদান করা হবে প্রতিটি ইউনিয়নে।

সর্বশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাব অফ রোজ’র কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারজানা বখস বলেন, সমাজের কম সৌভাগ্যবান মানুষগুলোর পাশে দাঁড়ানোর নামই ’লায়নিজম’। আমরা যারা সমাজে ভাগ্যবান ও প্রভাবশালী, তারা প্রত্যেকে যদি নিকটবর্তী নিন্ম-আয়ের সাধারন মানুষের পাশে দাড়াই এবং দু:স্থ মানুষটির দিকে হাত বাড়াই তাহলে আমাদের সমাজটি বাসযোগ্য হবে। আর সমাজটাকে মূলত বাসযোগ্য করে গড়ে তোলার নামই হচ্ছে ’লায়নিজম’। আর এই সারা পৃথিবীতে কাজ করছে লায়ন্স ক্লাবের সদস্যরা।

ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী’র সার্বিক সহযোগিতায় ও যুবদল নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাবেক কাউন্সিল চেয়ারপার্সন লায়ন এম কে কামরুল, লায়ন্স জেলা ৩১৫-এ৩ এর গভর্নর লায়ন শামছুল আলম, লায়ন্স ক্লাব এর গেøাবাল সার্ভিসের কো-অডিনেটর প্রকৌশলী আকরাম উজ্জামান, মাল্টিপল কনভেনশন চেয়ারপার্সন লায়ন জাহাঙ্গীর আলম জিতু,লায়ন খন্দকার আবু শফিক, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক অছির উদ্দিন খান বাচ্চু,মহিলা দলের সভাপতি সম্পা আকতার, সাধারন-সম্পাদক মিনু আকতার, যুগ্ন-সম্পাদক রুবিনা খান, সেচ্ছাসেবক দলের সভাপতি জুলহাস উদ্দিন ও সম্পাদক তানভির নিশু, উপজেলা ছাত্রদল সভাপতি সেলিম ওসমান ও কলেজ শাখা সভাপতি সমিক ভুইয়াঁ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন