ডার্ক মোড
Saturday, 20 September 2025
ePaper   
Logo
ম্যাজিস্ট্রেটদের দেওয়া কারাদণ্ডের তথ্য চেয়েছে ইসি

ম্যাজিস্ট্রেটদের দেওয়া কারাদণ্ডের তথ্য চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের সময় ম্যাজিস্ট্রেটরা কাউকে কারাদণ্ড দিয়ে থাকলে, সে সংক্রান্ত তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সকল রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে ইসি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল শাখার উপসচিব খোরশেদ আলম এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর বিধি ১৮ (১) এর আওতায় কোনো প্রার্থী, ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়ে থাকলে, তার তথ্য ১৭ জানুয়ারির মধ্যে জনবল ব্যবস্থাপনা-১ শাখার ইন্টারনাল সাইটে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন