ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্র শাওন আহমেদ (১৪)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাহমুদপুর ইউনিয়নের যমুনার শাখা কেকরা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শাওন চরগোবিন্দি বঙ্গবন্ধু স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে চরগোবিন্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-৬দিন আগে শাওন নিখোঁজ হয়। সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের মাঝে হইচই পড়ে যায। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেন (২০), বিদ্যুৎ (১৬) এবং সুমন (১৮) এই তিনজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন