ডার্ক মোড
Saturday, 11 January 2025
ePaper   
Logo
মেঘনায় যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষে নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষে নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষে নিখোঁজ ০১ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার আনুমানিক রাত ৮ টায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গোয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

উক্ত সংঘর্ষে স্পিড বোটের ০৩ জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং ০১ জন ব্যক্তি নিখোঁজ হয় বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই বিসিজি স্টেশন পাগলা হতে ০৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছায় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুপুর ১টা হতে উদ্ধার কার্যক্রম আরম্ভ করে।

পরবর্তীতে দুপুর ২ টায় কোস্ট গার্ড ডুবুরি দল নিখোঁজ ব্যক্তি নাঈম(২৫) এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নাঈম(২৫) বরইচর উপজেলার নয়কান্দি গ্রামের বাসিন্দা মোহন ভান্ডারের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহটি গজারিয়া থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন