ডার্ক মোড
Thursday, 06 February 2025
ePaper   
Logo
মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটাই বাংলাদেশ: ফারুকী

মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটাই বাংলাদেশ: ফারুকী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে দেশ। ১৫-২০ দিন কোথাও পুলিশের অ্যাক্টিভিটিস দেখা যায়নি। কিন্তু ওই সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি তাকাবো না। এটা সরকারেরও দার্শনিক। সব ধর্ম, বর্ণ যার যা পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে থাকবো। তবে, সাংস্কৃতিক প্রোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্র্যের জায়গা, বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করবে। এজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেটে এসেছে জাতি এটা নজরে রাখে। এর দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।

জাদুঘর এলাকা উন্নয়ন প্রশ্নে ফারুকী বলেন, আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাধা হচ্ছে প্রবেশ সড়ক সরু। ফলে মানুষের সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না। কিন্তু এই সমস্যাটা চিহ্নিত করেছি। আমরা কাজ করতে চাই। এখানকার রাস্তা প্রশস্ত করতে চাই।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

ডিবির হারুনকে নিয়ে মুখ খুললেন সেই ডা. সাবরিনা

ডিবির হারুন সম্পর্কে মুখ খুললেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা হুসেন মিষ্টি। তিনি বলেন, তিনি আমাকে আনঅফিসিয়ালী ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। এরপর একাধিকবার ফোন করে আমাকে যেতে বলে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। অথচ এই মামলায় আমি কোন এজাহারের আসামি ছিলাম না। আমি কোন মূল আসামি না। আমার সাথে এই মামলার কোন সম্পৃক্ততা ছিলনা। তাছাড়া যেই প্রতিষ্টানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোন কিছুতে আমি জড়িত ছিলাম না।

শনিবার (১৮ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আওতায় দুই শতাধিক রোগীকে ডা. সাবরিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন