![মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭](http://dailycountrytodaybd.com/public/default-image/default-730x400.png )
মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের শিবরামপুরে এক অতিরিক্ত সচিবের বাড়ীতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির রুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রও উদ্দার করা হয়েছে। গতকাল শনিবার জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
জেলা পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৫ জানুয়ারী রাত পোনে ৩ টার দিকে বাদী রওশন আরা এর বসত বিল্ডিংয়ে ১০/১২ ডাকাত সদস্য বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে বাদীর দুই হাত সহ মুখ বেঁধে ও তার শিশু কন্যাকে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে আলমারীর লকারে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে যায় ও বাদী রওশন আরার চাচাতো ভাই রেজানুর রহমান রতন এর বিল্ডিংয়ে প্রবেশ করে তাদেরকেও একইভাবে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারীতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করে ডাকাতি করে ডাকাত সদস্যরা চলে যায়। পরের দিন ৬ জানুয়ারী রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা রুজু করে (মামলা নং-১০)।
পরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিক-নির্দেশনায় শ্রীনগর থানা এবং মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার বিভিন্ন থানা ও ডিএমপি এবং নারায়নগঞ্জে অভিযান পরিচালনা করে ডাকাতি ঘটনা চক্রের ৭ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে ৫ ভরি ১ আনা স্বর্ণালংকার (গলিত অবস্থায়) এবং নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী-বরিশালের মুলাদী থানার মৃত খালেক হাওলাদেরর পুত্র মো. রুবেল হোসেন (৩৭),মুন্সীগঞ্জের শ্রীনগরের মৃত রাধেশ্যামের পুত্র উজ্জল দাস (৪৮), ঢাকার দোহারের মৃত লিটন মোল্লার পুত্র মো. সালাউদ্দিন চৌকিদার (৩৭), চাদপুরের হাইমচরের লিটন মোল্লার পুত্র মো. সজিব মিয়া (২৫), দোহারের মো. মজিবর দেওয়ানের পুত্র মো. ফয়সাল (২৭), দিনাজপুরের ফুলবাড়ির মন্টু মিয়ার পুত্র মিলন (৩৮), ও রংপুর সদরের মো. আব্দুল মান্নানের পুত্র মো. ওবায়দুল হক @ সুমন (২৭)।
ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে লোহার তৈরি শাবল ১টি, স্টিলের পাইপ ৩টি, চাকু ২টি, রেঞ্জ ১টি, কাটার ১টি, স্ক্রু-ড্রাইভার ১টি ও একটি কাউয়ালী (দরজা ভাঙ্গার লিভার)।
উল্লেখ্য বাড়িটি পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বরে জানা গেছে।
![মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭](http://dailycountrytodaybd.com/public/default-image/default-358x215.png )