
মুকসুদপুর ও কাশিয়ানীর সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে: বিএনপি নেতা সেলিমুজ্জামান
কাজী ওহিদ (মুকসুদপুর) গোপালগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম
বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আগামীতে সরকার গঠন করতে পারে,তাহলে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরো বলেন,চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। একটি দলের নেত্রী তাঁর নেতাকর্মীদের রেখে বিদেশে পালিয়ে গেছেন। তিনি দেশে ফিরবেন, নির্বাচন করতে নয়, বরং তাঁর কৃতকর্মের শাস্তি ভোগ করতে। বলেন, "দীর্ঘ ১৮ বছর একটি দল বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করেছে। দেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু নির্বাচন হবে। ঈদুল আযহা উপলক্ষে ১২জুন বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি"র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ,মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা,যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব মো: কাইয়ুম মুন্সী,উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সী প্রমূখ।