ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
মানুষ মরে ভূত হলে, ভূত মরে কী পরী হয়— প্রশ্ন জয়ার

মানুষ মরে ভূত হলে, ভূত মরে কী পরী হয়— প্রশ্ন জয়ার

বিনোদন ডেস্ক

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল বছরটা বেশ দারুণ কেটেছে অভিনেত্রীর। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিষেক হয়েছে বলিউডের সিনেমাতে। সেই সাফল্যের রেশ নিয়ে শুরু হচ্ছে নতুন বছর। আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি।

অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষ ছিল মুক্তির। অবশেষে সেই অপেক্ষা কাটছে। জয়া তার ফেসবুকে নতুন বছরের প্রথম দিনেই সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।

‘ভূতপরী’ মুক্তির খবর জানিয়ে ক্যাপশনে জয়া লেখেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কী পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!’

এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।’

২০১৯ সালে ‘ভূতপরী’ সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন জয়া। পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। কলকাতার নামী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূতপরী’ সিনেমাটির পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। সিনেমাটিতে ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। ‘ভূতপরী’তে জয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন