ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় লক্ষীপুরে সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন

মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় লক্ষীপুরে সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন

লক্ষীপুর প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধিন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ল²ীপুরে সেলস ও ডিসপ্লে সেন্টার স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ১৬ ফেব্রæয়ারী (বুধবার) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পাশে অনুষ্ঠিত হয়। ফিতা ও কেক কেটে সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বেগম সুলতানা জোবেদা খানম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন আহমেদ খান প্রমুখ।
আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধা বঞ্চিত ১৬-৪৫ বছর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আতœনির্ভরশীল জনশক্তিতে রুপান্তর করে দারিদ্র বিমোচন ও উন্নয়নের মূল ¯্রােত ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে প্রশিক্ষিত নারীদের উৎপাদিত পন্য সামগ্রী বিপনন করার জন্য এই উদ্যোগ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন