মতলবে উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরেট অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ” এর অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নন্দলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি।
নন্দলাপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার রায়ের সভাপতিত্বে সমাজ সেবক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, ওবায়েদউল্ল্যা, ইসলামাবাদ ইউপির সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তার, ৩নং ওয়ার্ড সদস্য ফয়েজ সরকার, সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক মো. জুম্মান হোসেন।