ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
ভোলায় বিষ্ণু ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক পুরোহিতদের মাঝে বস্ত্র ও গীতা বিতরণ

ভোলায় বিষ্ণু ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক পুরোহিতদের মাঝে বস্ত্র ও গীতা বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় শতাধিক পুরোহিতদের মাঝে বস্ত্র ও গীতা বিতরণ করেছে বিষ্ণু ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

রবিবার ভোলার কাঁচাবাজারে শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরে সদর উপজেলার শতাধিক পুরোহিতদের মাঝে বস্ত্র, গীতা বিতরণও আর্থিক সহযোগিতা করা হয়।

পাশাপাশি প্রায় ৪ হাজার ভক্তদের মাঝে বৈষ্ণব সেবা ও মহা প্রসাদের আয়োজন করা হয়েছে। বস্ত্র ও গীতা বিতরণ অনুষ্ঠানে বিষ্ণু ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জয় দে, বিষ্ণুপুর টেসন ভোলা জেলা শাখার বেনু চন্দ্র পাল। প্রধান অতিথি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে বলেন, বিষ্ণু ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যান্ত ভালো। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে ভোলা জেলাসহ দেশের ৩টি জেলায় কাজ করে যাচ্ছে। অচিরেই সারাদেশে এই সেবামূলক বিষ্ণু ফাউন্ডেশন শাখা গঠন করা হবে। এসময় বিষ্ণু ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ দে বলেন, অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর লক্ষে ২০২০ সালে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই বিষ্ণু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি।

এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজে যারা পঙ্গু, পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না। যারা পারিবারিক ভাবে অসচ্ছল ও লেখাপড়ার খরচ যোগাতে পারে না তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতি মধ্যে আমরা এই সংগঠনের পক্ষে শিক্ষাবৃত্তি, অসহায় মানুষদের চিকিৎসা ভাতাসহ পঙ্গু বিধবা ও যারা পয়সার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না ওইসব মানুষদের নিয়ে কাজ করছি আমরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন