ভোলায় বসতি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশাল
ভোলা প্রতিনিধি
যুবদের স্বপ্নে গড়ি সুন্দর নগরী' এই শ্লোগান নিয়ে ভোলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বজ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির আওতায় ভোলার বোরহানউদ্দিন পৌর সভা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌর সভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলোর নির্বাহী কর্মকর্তা মো: রায়হান-উজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির আওতাধীন এল এল এ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আজকের দিনে তরুনরাই আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। তাই একটি সুন্দর নগরী ও পৌরসভা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও কর্মশালা তাদের প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং টেকসই শহুরে জীবনযাপনের জন্য স্থানীয়ভাবে অভিযোজিত সমাধান প্রস্তাব করার ক্ষমতা দেয়, জলবায়ু-সহনশীল, অভিবাসী-বান্ধব শহর তৈরির বিষয়ও আলোচনা করা হয়।