ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
ভূরুঙ্গামারীতে ট্রলি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূরুঙ্গামারীতে ট্রলি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রহমান (৩০) গুরুতর আহত হয়ে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কের সড়ককাট বাজারের পাশে এই দূর্ঘটনাটি ঘটে। তারা উভয়েই ফুলবাড়ি উপজেলার রাবাইটারি গ্রামের মনছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ এপ্রিল ) দুপুরে ভূরুঙ্গামারী থেকে মোটর সাইকেল যোগে দুই ভাই ফুলবাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের সড়ককাট বাজারের পাশে একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম (২৮) নামের ওই যুবক নিহত হয় এবং আব্দুর রহমান (৩০) নামের আরেক যুবক গুরুত্বর আহত হয়।

সম্পর্কে এরা একে অপরের আপন ভাই। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন