ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
ভিকির ‘ব্যাড নিউজে’র এক সপ্তাহের আয় জানা গেল

ভিকির ‘ব্যাড নিউজে’র এক সপ্তাহের আয় জানা গেল

বিনোদন ডেস্ক

বলিউডের ভিকি কৌশল অভিনীত ছবি ‘ব্যাড নিউজ’ মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এরই মধ্যে ছবিটির গুড নিউজ- সাতদিনেই ছবিটির আয় ছাড়িয়েছে ৪০ কোটির ওপরে। তবে শুরুতে ছবিটির বাজিমাত হলেও ভিকির অন্যান্য ছবির তুলনায় এখনও পিছিয়েই আছে ‘ব্যাড নিউজ’।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘ব্যাড নিউজ’ ছবিটির প্রথম দিনের আয় ভিকির আরেক ছবি ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এর আয়কে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু গত সাতদিনের আয় হিসেবে পিছিয়েই ‘ব্যাড নিউজ’। ফলে ভিকি কৌশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি যে বেঞ্চমার্ক তৈরি করে রেখেছিল সেটা এখনও টপকাতে পারেনি ‘ব্যাড নিউজ’। কারণ, উরি ৭ দিন শেষে ৭১ কোটি ৫৪ লাখ রুপি আয় করেছিল। সেখানে ‘ব্যাড নিউজ’ ছবিটি একই সময়ে আয় করেছে মাত্র ৪২ কোটি ৯৫ লাখ রুপি।

তবে মুক্তির প্রথম তিন দিন ‘ব্যাড নিউজ’ এর আয় বেশ ভাল গতিতেই উঠছিল। ছবিটি মুক্তির দিনে আয় করে ৮.৩ কোটি, দ্বিতীয় দিনে ১০.২৫ কোটি এবং তৃতীয় দিনে আয় করে সাড়ে ১১ কোটি রুপি। কিন্তু চতুর্থ দিন থেকে কমতে থাকে ছবিটির আয়। এদিন মাত্র সাড়ে ৩ কোটি রুপি আয় করেছিল ছবিটি। পঞ্চম দিনে পৌনে চার কোটি এবং ষষ্ঠ দিনে সোয়া তিন কোটি আয় করে। এবং গত বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে ছবিটি ২ কোটি ৮৫ লাখ রুপি আয় করে। সব মিলিয়ে ছবিটির মোট সাতদিনের আয় দাঁড়ায় ৪২ কোটি ৯৫ লাখ রুপি।

গত ১৯ জুলাই মুক্তি পায় ‘ব্যাড নিউজ’ ছবিটি। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। ছবিটির প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ।

শোনা যাচ্ছে, ভিকি কৌশলকে আগামীতে ‘সাবা’ ছবিতে দেখা যাবে। লক্ষ্মণ উটেকরের এই ছবিতে তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এছাড়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাকে। সঞ্জয় লীলা বানসালির সেই ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন