ডার্ক মোড
Wednesday, 23 July 2025
ePaper   
Logo
বড় উত্থানে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

বড় উত্থানে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

নিজস্ব প্রতিনিধি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সারা দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৮ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩৬ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ২০৭টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১২টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে ৫০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০২ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি কোম্পানির মধ্যে ১০৫টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে ৩ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন