ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
বড়লেখায় ডেইরি ও পোল্ট্রি খামারির ভূমি গ্রাসের অপচেষ্টা, ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বড়লেখায় ডেইরি ও পোল্ট্রি খামারির ভূমি গ্রাসের অপচেষ্টা, ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা আইলাপুর এলাকার ডেইরি ও পোল্ট্রি খামারি আব্দুল কুদ্দুছের মৌরসীসূত্রে প্রাপ্ত মূল্যবান ভূমি গ্রাসের অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। নির্বিঘ্নে ভোগাধিকারের জন্য প্রভাবশালীরা আব্দুল কুদ্দুছের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

এঘটনায় ভুক্তভোগি খামারি বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- একই এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে সাইদুল ইসলাম (৪২), ফখরুল ইসলাম মাসুক (৫৫), নজরুল ইসলাম সেফুল (৪৭) ও আব্দুল মানিকের ছেলে মাজেদুল ইসলাম। মামলার অভিযোগে বাদি আব্দুল কুদ্দুছ জানান, আদিত্যের মহাল মৌজার জেএল নং-৭৮, খতিয়ান নং- ২৭৭ ও ২৮ এর ৪৯৪২ নং দাগে সাইল রকম মোট ১.৭২ (এক একর বাহাত্তর শতক) ভূমির মৌরসি সূত্রে তার বাবা ও চাচা মালিক। যথারীতি তারা তা ভোগাধিকার করে আসছেন।

বর্ণিত ভূমি বিবাদিগনের বাড়ি সংলগ্ন উত্তর পার্শ্বে থাকায় তারা তা গ্রাস করার উদ্দেশ্যে আমার (বাদি) উপর ও আমার ভাইসহ কতেক স্বাক্ষীগনের উপর বিভিন্ন মামলা মোকদ্দমা করিয়া আসিতেছে।

গত ১ জুলাই সোমবার সকাল দশটার দিকে ১নং বিবাদি সাইদুল ইসলাম তার লাইসেন্সকৃত পিস্তল হাতে নিয়ে অন্যান্য বিবাদীসহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা লোহার রড, দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বর্ণিত ভূমিতে অনধিকার প্রবেশ করে বাদি আব্দুল কুদ্দুছের নাম ধরে ডাকতে থাকে। বাদি ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদিরা তাকে বলে এই ভূমি শান্তিপূর্ণভাবে ভোগ ব্যবহার করতে হলে ১নং বিবাদী সাইদুল ইসলামকে ১২ লাখ টাকা চাঁদা দিতে হবে।

হুমকি দিয়ে বলে, এই ব্যাপারে বাড়াবাড়ি কিংবা কোনরূপ আইনী ব্যবস্থায় গেলে তাকে (বাদি) মেরে ফেলবে। বাদি পক্ষের আইনজীবি শওকতুল ইসলাম চৌধুরী চাঁদাবাজি মামলা (সিআর-৩৬১/২০২৪) দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত ৩০ কার্যদিবসের মধ্যে মামলাটি তদন্তের জন্য মৌলভীবাজার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন