
বোয়ালখালীতে দুই লবণ কারখানায় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিকে ১ লক্ষ ও করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারি ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার মিলিটারি পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রি, দীপক তালুকদার- ১,০০০০০ টাকা। করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারি,- সাইগর হোসেন- ৩০,০০০ টাকা। দুই প্রতিষ্ঠান ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা বলেন, বি এস টি আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়। মিলিটারি পুল এলাকায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার, জেরিন তাসনিম, বিএসটিআই পরীক্ষক প্রিময় মজুমদার জয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা।