ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
বেতাগীর অলি ও মিঠুন ডি-৮ ইয়ূথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

বেতাগীর অলি ও মিঠুন ডি-৮ ইয়ূথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে ডি-এইট ইয়ূথ সামিট-২০২১ ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে আগামী (০৫ এপ্রিল) সোমবার বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ২৫ জন যুবক। দেশের শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপারিশক্রমে চুড়ান্ত পর্যায় মনোনীত হয়েছে বেতাগীর দুই কৃতি সন্তান যুব সংগঠক ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ ও বরগুনা জেলা শাখার সহ- সভাপতি মিঠুন চন্দ্র দে।
বাংলাদেশ,মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কি এই আটটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগি একটি প্রতিষ্ঠান ডি-এইট । মহামারী করোনা পরিস্থিতির কারণে এ বছরের সামিট ভার্চুয়ালি হবে।
ডি-এইট ইয়ূথ সামিটের এভারে মুল উদ্দেশ্য বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্যিক সম্পর্কে নতুন সুযোগ তৈরি, আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণের সুযোগ এবং জীবন মানের উন্নয়নের জন্য কাজ করা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে ডি-এইট সামিটের বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষে গত ২৮শে মার্চ দুপুরে চুড়ান্ত ই-মেইল পান এই দুই সংগঠক অলি আহমেদ ও মিঠুন চন্দ্র দে।
অলি আহমেদ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে খোন্তাকাটা লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান হাওলাদারের ছোট ছেলে।
মিঠুন চন্দ্র দে বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা মৃত দেব প্রসাদ দে’র ছেলে।
অলি আহমেদ ও মিঠুন চন্দ্র দে দেশের শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এর কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন