ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
বেতাগীতে রুহিতার চর দখলের পায়তারা ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

বেতাগীতে রুহিতার চর দখলের পায়তারা ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বিষখালী নদীর কোলঘেঁষে জেগে ওঠা রুহিতার চর দখলের পায়তারা ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে বলাইবুনিয়া, তালবাড়ি ও দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ভাঙনে নি:স্ব প্রায় শতাধিক সাধারন ও ভূমিহীন মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- ঐ এলাকার বাসিন্দা আব্দুর রব সিকদার, আব্দুর রাজ্জাক, মিরাজ হোসেন, মো: শহীদ মৃধা, মামুন মৃধা, মো: সিদ্দীক, মো: সোহরাব সিকদার, কামাল হোসেন, মো: ইউসুফ, মো: নেছার ও মো: শুক্কুর।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন কবলিত বেতাগী উপজেলার সাধারন ও ভূমিহীন মানুষেরা বিষখালী নদীর তীরের রুহিতার চরের জমি ইজারা নিয়ে চাষাবাদকরে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্ত দু:খের বিষয় কিছু স্বার্থানেষী লোকজনের ইন্ধনে একটি মহল বেতাগী উপজেলার সম্পত্তি হিসেবে নথিভুক্ত ঐ চরের জমি নদীর অপর তীরের বামনা উপজেলার কতিপয় মানুষ গত ১৮ নভেম্বর সভায় দাবি করে ইজারা নেওয়ার ও রেকডভ’ক্ত করার পায়তাঁরা করছে।

স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরটি আড়াইশত একর জমি নিয়ে বিষখালীর বুকে দৃষ্যমান রয়েছে। কৃষিতে অপার সম্ভাবনাময় জেগে ওঠা এই চরটি বেতাগী উপজেলার সীমানার বিষখালী নদীর কুল ঘেষে গড়ে ওঠা বুড়ামজুমদার ইউনিয়নের বলাইবুনিয়া, তালবাড়ি ও সড়িষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি এলাকার বলাইবুনিয়া ও দক্ষিণ কালিকাবাড়ি মৌজার বাসিন্দাদের জমি বিষখালী নদীতে ভেঙে চর জেগে ওঠে। তাই স্বাভাবিকভাবে এ উপজেলার মানুষ চরের জমি ভোগদখল করবে এটাই নিয়ম।

তাই যেহেতু জেগে ওঠা রুহিতার চরটি বেতাগী উপজেলার সম্পত্তি ও আগ থেকেই নথিভুক্ত। এটাকে কখনো ভাঙনে সর্বহারা মানুষগুলো জান দেকেন কিন্ত জমি হাতছাড়া করতে দেব না। এই চরটির যাতে হাতবদল না হয় - মানববন্ধনে দ্রæত পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের কাছে এমন দাবি করেন বক্তারা।

জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী বলেন, বিষয়টি এখন অবহিত হয়েছি। ঐ এলাকার কিছু লোকজন এসেছিলো। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে বামনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমশিনার (ভূমি)‘র সাথে কথা বলে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করবো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন