
বেতাগীতে ব্যবসায়ীর মৃত্যূতে, শোক পালন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বেতাগী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু পরেশ চন্দ্র কর্মকার (৭০)‘র মৃত্যূতে বেতাগী শহর ও পৌর এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আধাবেলা শোক পালন করে।
রোববার (১৪ জানয়ারি) দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বেতাগী শহর ও পৌর এলাকার শত শত ব্যবসায়ী সকল ধরনের দোকান পাট বন্ধ রেখে তার সম্মানে ও ম্মরণে শোক পালন করেন।
ব্যাবসায়ীরা জানান, ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে তিনি বছরের পর বছর ধরে তাদের সুখে-দু:খে পাশে ছিলেন। তাই তাঁর মৃত্যূত যে অপূরণীয় ক্ষতি হয়েছে। তা পুষিয়ে উঠার নয়। তাই তার সম্মানে এ শোক পালন করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে গত শুক্রবার বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যূকালে তিনি স্ত্রী,৩ ছেলে, ৩ ভাই ও দুই বোন রেখে যান।
তার মৃত’্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঐ দিন রাত ১০ টায় তার অন্তষ্টিক্রিয়া শেষে বেতাগী পৌরসভার ৭নং ওয়ার্ডের শ্মসানে তাকে দাহ করা হয়।
তার মৃত্যূতে বরগুনা-১ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বেতাগী শহর ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।