ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
বেতাগীতে বিএনপির বিক্ষোভে বাঁধা, দলীয় কার্যালয় প্রতিবাদ সমাবেশ

বেতাগীতে বিএনপির বিক্ষোভে বাঁধা, দলীয় কার্যালয় প্রতিবাদ সমাবেশ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে পুলিশের বাঁধায় বিএনপি বিক্ষোভ করতে না পারায় দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ করে।

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যা এবং তেলের দাম, যানবাহনের ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল এগারটায় পৌর শহরের পুরাতন থানা সড়কের দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। কিছু দুর এগুতেই টাউন ব্রীজ এলাকায় পুলিশের বাঁধায় মিছিলটি আটকে যায়।

অবশ্য কর্তব্যরত পুলিশ এবিষয়টি অস্বীকার করে জানিয়েছে বিএনপির মিছিলে কোন বাঁধা দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মিছিল নিয়ে শহরের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।

বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: মাহাবুবুল আলম ফারুক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক এ.জেড সালেহ ফারুক, তালেমুল ইসলাম পলাশ, সদস্য অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন ও বেতাগী উপজেলা বিএনপির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান।

এসময় বক্তারা বলেন, এই সরকার দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের হত্যা করে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে অতীষ্ঠ করে তুলছে। তাই ক্ষমতার থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছে। এখন দরকার জনগণের সরকার। এজন্য নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা কায়েম করতে হবে।

এতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আ্বায়ক অধ্যাপক মো. শাহিন, মনিরুজ্জামান লাভলু, মামুন পারভেজ আসাদ, রেজাউল কবির নেছার খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান,যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল, শহিদুল ইসলাম মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন