বুয়েটের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাবি উপাচার্যের সমবেদনা জ্ঞাপন
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বুয়েটের আহত শিক্ষার্থী তাওসিফ মাহিরকে দেখতে শুক্রবার (০৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি আহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, দুর্ঘটনার বিষয় তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ঘনিষ্ঠভাবে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সারারাত হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর পাশে অবস্থান করেন।
প্রসঙ্গত, গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বুয়েটের ছাত্র তাওসিফ মাহির আহত হন। ঘটনার পর নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদারকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দ ও বুয়েটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আহত শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট ভবনের ঠিকাদার বহন করবেন।
এদিকে, আহত শিক্ষার্থী তাওসিফ মাহিরের দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।