ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যান এর পরিচিতি ও মতবিনিময় সভা

বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যান এর পরিচিতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবদেক

বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যান, বিসিক পরিবার প্রধান সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড-১) মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা রোববার (২৮ জানুয়ারি ২০২৪) আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত চেয়ারম্যান কে বিসিক পরিবারের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন বিসিক আঞ্চলিক পরিচালক, ঢাকা। পরবর্তীতে বিসিক আইসিটি সেল প্রধান কর্তৃক স্লাইট উপস্থাপনের মাধ্যমে বিসিকের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ), বিসিক, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, অধ্যক্ষ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), ঢাকা; সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান, বিসিক; হাফিজুর রহমান, উপব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) বিভাগ, বিসিক; জি এম রব্বানী তালুকদার, সাধারণ সম্পাদক, বিসিক কর্মকর্তা সমিতি; ড. ফরহাদ আহম্মেদ, প্রধান অনুষদ সদস্য, বিটিআই, ঢাকা; অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন) ও সভাপতি, বিসিক কর্মকর্তা সমিতি, মোঃ আমির হোসেন, সভাপতি, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বক্তব্যের মাধ্যমে বক্তারা মূলত বিসিকের বর্তমান Organogram এর যুগোপযোগী সংশোধন, নিয়মিত প্রমোশন প্রাপ্তির সুযোগ তৈরি, পেনশন চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পদনাম পরিবর্তন, বিসিক কর্মকর্তা- কর্মচারীদের জন্য গৃহঋণের ব্যবস্থা করা, বিসিক চামড়া শিল্পের সম্প্রসারণ, বিসিক শিল্পনগরীসমূহের উন্নয়ন ইত্যাদি দাবী তুলে ধরেন এবং বিসিক পরিচালক পর্ষদের পক্ষ থেকে উপর্যুক্ত দাবীসমূহের প্রতি সহমত প্রকাশ করাসহ দাবীসমূহ পূরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিসিক চেয়ারম্যান বলেন, জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠানের অংশ হতে পারা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। তিনি বিসিক কর্মকর্তা - কর্মচারীদের সকল যৌক্তিক দাবী পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিসিক পরিবারের জন্য কিছু করতে পারা তাঁর জন্য পরম প্রাপ্তি বলে জানান। তিনি আরও বলেন আমি নিজে সততায় আপোষহীন তাই বিসিকে কর্মরত সকলের কাছে আমি সততার ক্ষেত্রে আপোষহীনতা আশা করছি। একতাই শক্তি কাজেই একতা থাকলে সকল অসাধ্যই সাধান করা সম্ভব এই বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিসিকের সম্মানিত পরিচালকবৃন্দ; আঞ্চলিক পরিচালক, বিসিক,ঢাকা মহোদয়; অধ্যক্ষ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), ঢাকা; মহাব্যবস্থাপক (সকল) বিসিক, ঢাকা; বিসিক প্রধান কার্যালয়ের সকল বিভাগ/শাখা প্রধান (তাঁর অধীন সকল কর্মকর্তা ও কর্মচারীসহ) প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, বিসিক, ঢাকা; উপমহাব্যবস্থাপক (উপকরণ), বিসিক, ঢাকা; উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, ঢাকা; আইসিটি সেল প্রধান, বিসিক, ঢাকা চেয়ারম্যানের একান্ত সচিব, বিসিক, ঢাকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারানা জাহান তানিয়া, উপব্যবস্থাপক (উপকরণ), বিসিক ও শেখ আলী আশরাফ ফারুক, নকশাবিদ, নকশাকেন্দ্র, বিসিক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন