ডার্ক মোড
Friday, 17 May 2024
ePaper   
Logo
বিসিএস ক্যাডার,নন-ক্যাডার এবং উচ্চ শিক্ষায় সুযোগ প্রাপ্তদের সংবর্ধনা

বিসিএস ক্যাডার,নন-ক্যাডার এবং উচ্চ শিক্ষায় সুযোগ প্রাপ্তদের সংবর্ধনা

ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার পদে কর্মরত বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরতদের ফুলবাড়ীর এলুয়াড়ি ইউপির ছাত্র-ছাত্রী সংঘের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলার খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বিসিএস ক্যাডারদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নুর আলম ছিদ্দিক উপজেলা খাদ্য পরিদর্শক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রফেসর রুহুল আমিন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান প্রফেসর ড. নওশের ওয়ান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মন্জু রায় চৌধুরী। ইউপি চেয়ারম্যান ও নবগ্রাম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা নবিউল ইসলাম,

বক্তব্যে বিসিএস ক্যাডার মোঃ নাজিমুল ইসলাম মীম, রাকিবুল ইসলাম, সালিউর রহমান, মাসুম বিল্লাহরা বলেন,আমরা ক্যাডারদের মাধ্যমে সবাই সংঘবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো।

পাশাপাশি নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে পেশাগত জীবনে ভালো সার্ভিস দিতে পারবো বলে আশাবাদী। এলাকার বিভিন্ন স্কুল- কলেজ,বিশ্ব- বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত থেকে সুন্দর, সুন্দর, পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুহুল আমিন তার কর্মজীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং নবীন ক্যাডারদের বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন। তিনি বলেন, সৃজনশীল সূচকে আমরা পিছিয়ে আছি। মানুষের চাহিদা, চিন্তা ও চেতনা পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। সবাইকে সৃজনশীল হতে হবে।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান প্রফেসর ড. নওশের ওয়ান তার বক্তৃতায় ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আমন্ত্রিত অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন