
বিকাশে প্রতারণার সাড়ে ৫ লাখ টাকা লালমনিরহাট পুলিশ উদ্ধার করেছে
মোঃ লাভলু শেখ ,লালমনিরহাট
বিকাশে প্রতারণার প্রায় সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার করেছে লালমনিরহাট ডিবি পুলিশের একটি টিম। উদ্ধার কৃত টাকা ভোক্তভোগীর নিকট প্রদান করা হয়েছে।
লালমনিরহাট ডিবির ওসি সাদ আহমেদ জানান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় লালমনিরহাট পৌরসভার খোদ্দসাপটানা এলাকার মোহাম্মদ আকবরের ছেলে একরামূল হক (৩৭) এর গত ৩১/০১/২৫ ইং বিকাল ৩:২৫ ঘটিকার সময় অজ্ঞাত ব্যক্তি +৬১৪৮৫৮৩৯৮০৪ হোয়াটসঅ্যাপ এ কল করে নিজে শরীফ খান বলে পরিচয় দিয়ে অষ্ট্রেলিয়ার ভিসা আছে বলিয়া জানায় এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেন, পরবর্তী সময় ৩১/০৫/২৫ অজ্ঞাত ব্যক্তি পুনরায় +১২৮৯৯৫৭৩১২ নম্বর দিয়ে ফোন করে অষ্ট্রেলিয়া ভিসার নেওয়ার কথা বলে ওই ব্যক্তি সম্মত হয়ে অজ্ঞাত ব্যক্তির দেওয়া বিকাশ / নগদ নাম্বার এ পর্যায়ক্রমে সর্ব মোট- ৫২৮৭০০ টাকা প্রদান করলে অজ্ঞাত ব্যক্তি রা ভুয়া ভিসা এবং ভুয়া কাগজ পত্র একরামূল কে মেইল এর মাধ্যমে প্রদান করে। তখন সে বুঝতে পারে যে , অষ্ট্রেলিয়ার ভিসার কথা বলে প্রতারণা করে টাকা নিয়েছেন একরামূল।পরে গত ১৫/০৭/২৫ ইং তারিখ পুলিশ সুপার অফিসে অভিযোগ করিলে অভিযোগ টি ওসি ডিবি কে তদন্তের দায়িত্ব দিলে টিম ডিবি প্রতারিত টাকা উদ্ধার করে ভিকটিম কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ডিবি পুলিশ জানান, রোববার ২০ জুলাই উদ্ধার কৃত টাকা লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালে। পুলিশ সুপারের মাধ্যমে তাকে প্রদান করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন