
বিএইচবিএফসি’র মহাব্যবস্থাপক হলেন চার ডিজিএম
নিজস্ব প্রতিবেদক
বাঁ থেকে- নিপু রানী মিত্র, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. জহিরুল হক, মো. মিজানুর রহমান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র চার উপমহাব্যবস্থাপক (ডিজিএম)- কে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি দেয়া হয়।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে বিভিন্ন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট সাতজন ডিজিএম-কে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করে। এর মধ্যে বিএইচবিএফসি থেকে পদোন্নতিপ্রাপ্ত জিএমবৃন্দ হলেন যথাক্রমে সর্বজনাব নিপু রানী মিত্র, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. জহিরুল হক এবং মোহাম্মদ মিজানুর রহমান।
প্রজ্ঞাপনটিতে পদোন্নতি প্রাপ্ত জিএম-দের উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালনকালীন সময়ের (নিজ নিজ) প্রতিষ্ঠানে পদায়নের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিএইচবিএফসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সকল বিভাগ, সংগঠন এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।