ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
বাহুবলে চালককে হত্যা করে   টমটম ছিনতাই,  গ্রেফতার ২

বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাই, গ্রেফতার ২

 

হবিগঞ্জ  প্রতিনিধি 

হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চালক লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১১টায় টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি কাশেম। সারারাত খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে ওই স্কুলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে ঘটনাস্থল ত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তখন তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই টমটম-সিএনজি চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন একই উপজেলার নন্দনপুর এলাকার হানিফ উল্লার ছেলে মো: আল আমিন ওরফে পিচ্চি আল আমিন (২২) ও একই এলাকার শফিক মিয়ার ছেলে আল আমিন (২০)।

এ কার্যক্রমে উপজেলা জুড়ে ও স্যোশাল মিডিয়া ফেসবুক জুড়ে প্রশংসায় ভাসছেন ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম দুজনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। টমটম ছিনতাই করতে গিয়েই চালক কাসেমকে হত্যা করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি আরও তদন্তাধীন রয়েছে। এছাড়াও গাড়ী উদ্ধারে মাঠে পুলিশ কাজ করছে ও এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন